নিজস্ব প্রতিবেদক : গত ০৬/১২/২০২০খ্রিঃ তারিখ পাহাড়তলী থানাধীন সরাইপাড়াস্থ হাজী ক্যাম্প রুপবান কলোনী হাজী আবদুল গণি রোডে নিউ কালুশাহ্ জুয়েলার্স এর মালিক জনৈক খোকন কুমার ধর (৪৯)এই মর্মে অভিযোগ করেন যে, মোঃ জসিম নামক ব্যক্তি পাহাড়তলী থানার এসআই পরিচয় দিয়া তার মালিকানাধীন দোকান থেকে স্বর্ণ অলংকার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। উক্ত ঘটনায় তাৎক্ষনিক মোঃ জসিম (৪৮) এর বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০৬, তারিখ-০৭/১২/২০২০ইং, ধারা-১৭০/১৭১/৪০৬/৪২০ দঃ বিঃ রুজু করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক, অপারেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন, এসআই মোঃ রেজোয়ানুল ইসলাম, এএসআই কৌশিক চৌধুরী সহ পাহাড়তলী থানার টিম অভিযোগকারী খোকন কুমার ধরকে সাথে নিয়ে থানা এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৭ ডিসেম্বর, ২০২০ খ্রীস্টাব্দ রাত ০৩:৪৫ ঘটিকায় কলকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে হতে ভূয়া পাহাড়তলী থানার এসআই পরিচয় প্রদানকারী মোঃ জসিম উদ্দিন(৪৮)কে গ্রেফতার করেন। এসময় তার নিকট হতে ক) একটি পুলিশের নকল আইডি কার্ড, খ) দুইটি স্বর্ণের আংটি, গ) একটি নিউ কালু শাহ জুয়েলার্স এর ক্যাশ মেমো, ঘ) একটি রুপনা জুয়েলার্স এর ক্যাশ মেমো, ঙ) একটি পূবালী ব্যাংক এর চেক বই জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে ইতিপূর্বে আরো বিভিন্ন জায়গায় নিজেকে পুলিশের ভূয়া এসআই পরিচয় দিয়া প্রতারণা ও মূল্যবান জিনিস আত্মসাৎ করেছে।