বাজস এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জাতীয়

 

নিজস্ব প্রতিনিধি : গত ২৭ নভেম্বর ২০২০, সংহতি মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় বাংলাদেশ জনতার সংসদ এর ১ম সম্মেলন অনুস্টিত হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চিন্তার ছাত্রনেতা মাহফুজুর রহমান শামিমকে আহবায়ক ও কবি অয়ন আবদুল্লাহ কে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সাংগঠনিক সম্পাদক- রিদওয়ান নোমানি
দপ্তর সম্পাদক- রাহাত আহমেদ
অর্থ সম্পাদক- ফজলে রাব্বি রাশেদ
প্রচার ও প্রকাশনা- মুনতাসির অনন
শিক্ষা বিষয়ক সম্পাদক- জহির উদ্দিন
সমাজকল্যান সম্পাদক- খোকন শেখ
তথ্য ও গবেষণা সম্পাদক- সামিত রহমান
সদস্য- শারমিন আক্তার ইতি
সদস্য- সোহেল আহমেদ
সদস্য- আম্বেদকর চাকমা
সদস্য- জাহাঙ্গির আলম।
সদস্য – লিপি আক্তার।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাজসের বিভিন্ন জেলা উপজেলা ও মহানগর নেতাকর্মীবৃন্দ।


বিজ্ঞাপন