বাসের মুখোমুখি সংঘর্ষঃ আহত-৩ জন

সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরের রুমান জুট মিলের সামনে হানিফ পরিবহন ও বেনাপোল এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন বাসের ঢাকার ইব্রাহিমের ছেলে ড্রাইভার নূর ইসলাম (৫০), খুলনা থেকে ছেড়ে আসা বরগুনাগামী বেনাপোল এক্সপ্রেস যশোরের শেখ আব্দুল জলিলের ছেলে ড্রাইভার মিন্টু (৫১) এবং বাসের যাত্রী অভয়নগরের মুক্তার গাজীর মেয়ে নিলুফা (৩০)। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে নেওয়া হয়। সেখানে দুই বাসের ড্রাইভার মারাত্বক আহত হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নওয়াপাড়া ফায়ার সার্ভিস অফিস সূত্রে যানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরগুনাগামী বেনাপোল এক্সপ্রেস বাসটি অভয়নগরের রুমান জুট মিলের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস অপরটির সম্মুখে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ড্রাইভারসহ এক মহিলা যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিহনের ঢাকা মেট্রো-ব-১৫-২৬১৯ এবং খুলনা থেকে ছেড়ে আসা বরগুনাগামী বেনাপোল এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব-১৪-১৭২১ বাস দুই টি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়।


বিজ্ঞাপন