নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। ভূমি সচিবের সাথে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান রমেন্দ্রনাথ বিশ্বাস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, রাষ্ট্রদূত (সচিব) মোঃ ফজলুল বারী পিএএ এসময় সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন তাঁরা (সচিববৃন্দ)। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপস্থিত ছিলেন।

👁️ 3 News Views
