দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ অফিসে লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদান, রেজিস্ট্রেশন প্রভৃতি সেবা প্রদানে নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত এর নেতৃত্বে আজ (১২-০১-২০২১ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিকভাবে দুদক এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে উক্ত অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করে। তবে দুদক টিমের উপস্থিতি আঁচ করতে পেরে উপস্থিত দালালরা পালিয়ে যায়ে। টিম অভিযোগসমূহের বিষয়ে বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালকের সাথে কথা বলে। অভিযানকালে উপস্থিত জনসাধারণের দুদক টিমের নিকট সেবা প্রাপ্তিতে নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে ধরেন। টিম জানতে পারে, উক্ত কার্যালয়ে বেশ কয়েকজন কর্মচারী তিন বছরেরও অধিক সময় যাবত কর্মরত রয়েছেন। দীর্ঘকাল একই দপ্তরে দায়িত্ব পালন করলে নানাবিধ অনিয়মের সুযোগ থাকায় এ সকল কর্মচারীদের অবিলম্বে অন্যত্র বদলির বিষয়ে টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করার উদ্যোগ নেয়। এছাড়া সেবার মানোন্নয়ন এবং সেবা প্রদানের পদ্ধতি সহজীকরণে বেশ কিছু পরামর্শ প্রদান করা হয়। উপস্থিত জনসাধারণ ও সেবাগ্রহীতাগণ দুদক টিমের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে।


বিজ্ঞাপন