নিজস্ব প্রতিবেদক : র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১১ জানুয়ারি ২০২১ ইং তারিখ ০১৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ হারিছ উদ্দিন @ বাবু (২৫), পিতা- মোঃ হারুন, সাং-পূর্ব বিজয়সিং, থানা- ফেনী সদর, জেলা- ফেনী এবং ২। শাহরুখ খান @ নিশাত (২০), পিতা- আব্দুল মান্নান, সাং- ধুমসাদ্দা, থানা- ফেনী সদর, জেলা- ফেনীদ্বয়কে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামিদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাদের দেখানো ও সনাক্তমতে নিজ দখলে থাকা পিকআপের ড্রাইভিং সিটের নিচে রাখা একটি বস্তা তল্লাশি করে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদ্বয়’কে গ্রেফতার করা হয় এবং উক্ত পিকআপটিকে (ঢাকা-মেট্রো-ন-১৯-৪৫২৯) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপের মূল্য অনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগাম জেলার সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।