মাছের উৎপাদন বেড়েছে আড়াই গুণ অর্থনীতি জাতীয় January 18, 2021Ajker Desh নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের বার্ষিক মাছের উৎপাদন গত দুই দশকে প্রায় আড়াই গুণ বেড়েছে, যা দেশকে মাছের দাম কম রাখতে এবং প্রোটিনের ব্যবহার বাড়িয়ে তুলতে সহায়তা করে। ইলিশের গ্লোবাল ক্যাচে বাংলাদেশ প্রথম অবস্থানে, তিলাপিয়ার চতুর্থ। বিজ্ঞাপন Post Views: 363