টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

এইমাত্র ক্রিকেট খেলাধুলা জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন

সোমবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কঠোর অনুশীলনের মাধ্যমে জয়ের এই ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানে জয়ে পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে সফরকারীদের হোয়াইটওয়াশ করল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১২০ রানে জয়ী বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংস: ২৯৭/৬ (৫০ ওভার)

(তামিম ৬৪, লিটন ০, শান্ত ২০, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমদুউল্লাহ ৬৪*, সৌম্য ৭, সাইফউদ্দিন ৫*; আলজারি ২/৪৮, হার্ডিং ০/৮৮, মায়ার্স ১/৩৪, রেইফার ২/৬১, আকিল ০/৪৬, মোহাম্মদ ০/১৬)।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৭৭ (৪৪.২ ওভার)

(ওটলি ১, আমব্রিস ১৩, বোনার ৩১, মায়ার্স ১১, মোহাম্মদ ১৭, পাওয়েল ৪৭, হ্যামিলটন ৫, রেইফার ২৭, আলজারি ১১, আকিল ০, হার্ডিং ১; সাইফউদ্দিন ৩/৫১, মোস্তাফিজ ২/২৪, তাসকিন ১/৩২, মিরাজ ২/১৮, সাকিব ০/১২, রিয়াদ ০/১১, সৌম্য ১/২২, শান্ত ০/৪)।

ম্যাচসেরা: মুশফিকুর রহিম (বাংলাদেশ)।

সিরিজ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)।