কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন

এইমাত্র রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। মার্কেটের আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। শনিবার রাত ৯টায় টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গিয়ে আগুনে নেভানোর কাজ শুরু করে। তবে রাত পৌণে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জানান, প্রায় পৌণে এক ঘন্টা চেষ্টার পর রাত পৌণে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, হাসিনা মার্কেটে প্রায়ই আগুনের ঘটনা ঘটে থাকে। দুই সপ্তাহ আগেও মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এর আগে দুই বছর পূর্বে অগ্নিকাণ্ডে হাসিনা মার্কেটের তিন শতাধিক দোকান পুড়ে যায়। একটি চক্র এই মার্কেটে আগুন ধরিয়ে দেয় বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা অভিযোগ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাৎক্ষণাত ছুটে যায়। পরে তাদের সঙ্গে যুক্ত হয়ে আরো চার ইউনিট। এই আট ইউনিটের সাথে স্থানীয়রাও সহায়তা করেন আগুন নেভাতে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।