বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম এবং সঙ্গীয় অফিসার ও র্ফোসসহ ১৬:১০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরস্থ সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে সিলেট হতে মালামাল বহনকারী সন্দেহ জনক প্রাইভেট কার, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১২-২০৭৩ টি থামানোর জন্য সিগন্যাল দিলে প্রাইভেট কারটি থামায়, প্রাইভেটকারে থাকা চালক মোঃ মেহেরাজ আহমদ (২৩) এবং চালকের বাম পাশের সিটে বসে থাকা মোঃ মুর্শেদ (৩০) ও মুন্না আহমেদ (১৯) এবং বর্ণিত প্রাইভেট কারের পিছনের বাম পাশের সিটে বাম পাশে বসা মোঃ আলী আজগর (৫৩) ’দেরকে প্রাইভেট কার হতে নামিয়ে তাদের নাম ঠিকানাসহ প্রাইভেট কারে কি মালামাল আছে তা জিজ্ঞাসাবাদ করলে, তারা সন্তোষজনক জবাব দিতে না পারায় সন্দেহ হলে, উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের পরিবহনকৃত প্রাইভেট কার তল্লাশী কালে (ক) একটি পুরাতন হালকা সোনালী রংয়ের প্রাইভেট কার, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১২-২০৭৩, (খ) সর্বমোট ৪৫টি কেইসের মধ্যে রক্ষিত Amul KOOl KESAE নামক পানীয় এর প্লাষ্টিকের বোতল, যা নীল কর্ক যুক্ত। যার প্রতিটি কেইসের মধ্যে ৩০টি করে সর্বমোট=১৩৫০ টি বোতল, যার সর্বমোট মূল্য অনুমান-=১,৩৫,০০০/- টাকা, যার প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে Amul KOOl KESAE-180ml,Manufactured by Dist.Gandhinagar Indian.Lic No-1001202100025 ইত্যাদি লেখা আছে। উপরোক্ত ক নং ক্রমিকের আলামত ৩নং আসামী মোঃ মেহেরাজ আহমদ (২৩) দখল, চালনাকরা ও নিয়ন্ত্রাধীন অবস্থায় এবং উক্ত প্রাইভেটকার চালকের বাম পাশের আসনে বসা অবস্থায় ২নং আসামী মোঃ মুর্শেদ (৩০) ও ৪নং আসামী মুন্না আহমেদ (১৯) এবং উক্ত প্রাইভেট কারের পিছনের বাম পার্শ্বে সিটে বসা ১নং আসামী মোঃ আলী আজগর (৫৩)’দের দখল ও হেফাজত হতে খ নং ক্রমিকের আলামত উক্ত প্রাইভেট কারের পিছনের সিটের উপর ডান পাশ হতে ২০টি কেইস এবং প্রাইভেট কারের ব্যাক ডালার ভিতরে রক্ষিত ২৫টি কেইস Amul KOOl KESAE নামক পানীয় ১৩/০৩/২০২১খ্রিঃ তারিখ বিকাল ১৬:২০ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলী আজগর (৫৩) পিতা-মৃত গোলাম আহমদ, মাতা-নূর বেগম, সাং-কুয়াইস, থানা-হাটাজারী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ মুর্শেদ (৩০) পিতা-মৃত সেকান্দার, মাতা-মৃত রহিমা বেগম, সাং-ভাতুয়া, থানা-হাটাজারী, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মেহেরাজ আহমদ (২৩) পিতা-মোঃ পারভেজ আহমদ, মাতা-শিল্পি বেগম, সাং-মনসুরপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ৪। মুন্না আহমেদ (১৯) পিতা-গনি মিয়া, মাতা-রাজিয়া বেগম, সাং-মাটিকাটা, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট’দের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫, তারিখ-১৩/০৩/২০২১খ্রি:, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন