শরণখোলায় জলবায়ু পরিবর্তনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ

আ. রাজ্জাক তালুকদার, শরণখোলা : বাগেরহাটের শরণখোলায় জলবায়ু পরিবর্তনের ফলে উপক‚লীয় এলাকার জনগোষ্ঠীর বিপদাপন্নতা হ্রাস ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে কোষ্টাল কমিউনিটি রেজিলিয়েন্স প্রকল্পের শিখন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ সভার আয়োজন করে।
উপজেলা কমিউনিটি রেজিলিয়েন্স এ্যাকশন গ্রæপের (ক্রাক) কমিটির সভাপতি মোঃ হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, জেজেএস”র প্রকল্প পরিচালক জিয়া আহম্মেদ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।
দাতা সংস্থা কনর্সান ওর্য়াল্ড ওয়াইডের আর্থিক সহযোগীতায় ওই প্রকল্পের মাধ্যমে উপজেলার চারটি ইউনিয়নে গত তিন বছরে ২৪ শত পরিবারকে জলবায়ু পরিবর্তনের ফলে বিপদাপন্নতা হ্রাস ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে।


বিজ্ঞাপন