আফরিন ঝুমুর : চিঠির যুগ আর নেই। দূরে থাকা প্রিয় মানুষটির চিঠির জন্য চিঠি পায়ে বাধা কোনও পায়রার প্রয়োজন পড়ে না আজ আর। ডাকঘর আর ডাকপিয়নের প্রয়োজনও ফুরিয়েছে। মুঠোফোন, ইন্টারনেট এখন সবসময়ই যুক্ত রাখছে আমাদের! কিন্তু তারপরও, দূরে থাকা সম্পর্কগুলো একটু জটিল হয়। ভালো থাকার উপায়গুলো তাতে একটু অন্যরকম হয়।দূরে থাকলে সবকিছু বুঝতেই খুব বেগ পেতে হয়। বেগ পেতে হয় কারো ক্লান্তি বুঝতে কিংবা কখনো রাগ বুঝতে, মান ভাঙ্গতে ! চ্যাটবক্সের কোন শব্দ যে কোন মানে করে দেয়া হলো, আর কোন বাক্য যে কোনদিকে ধেয়ে আসছে, সবই বুঝতে বড্ড বেগ পেতে হয়!
দিনশেষে ক্লান্ত কারো যদি দিনটি কেমন গেলো বলার আগেই ঘুম পেয়ে যায়, মুঠোফোনের ও’ প্রান্তে আরেকজনের অভিমান শুরু হয়, মুখ গোমড়া হয়। সঙ্গীর জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া যেন একটি অলিখিত চুক্তির মতন। “তার সময়ের সবচেয়ে বেশি অংশ তো আমারই পাবার কথা” …. এমনটিই ভাবনা অধিকাংশের।
যারা দূরে থাকেন, শুধু তারাই জানেন কাছে থাকতে পারাটা কত দামী !