নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার এসএমএন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সাথে যোগসাজশ করে স্কুলটি এমপিও ভুক্তির পরে ভুয়া নিয়োগপত্র সৃজন ও ঘুষ লেনদেনের মাধ্যমে ইংরেজি শিক্ষক পদে যোগদানের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া এর সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে সোমবার এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম জানতে পারে অভিযোগ সংশ্লিষ্ট শিক্ষক বিদ্যালয়টি এমপিওভুক্তির পূর্বে উক্ত বিদ্যালয়ে কিছুকাল শিক্ষকতা করেন। তবে এর পরে বহু বছর তিনি শিক্ষকতা বাদ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। ২০২০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্তির পরে তিনি আবারো সহকারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন। তবে এ যোগদান নিয়মমাফিক হয়েছে কি-না এবং নিয়োগ প্রক্রিয়ায় কোন ঘুষ লেনদেন হয়েছে কি-না তা যাচাই করার জন্য এনফর্সমেন্ট টিম প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনাপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুমতি চেয়ে কমিশন বরাবরে প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
এছাড়া, এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য পরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং ০৪ উপজেলা নির্বাহী অফিসার-কে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।