নড়াইলে মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সারাদেশ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৩ দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে সোমবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৩০মিনিটে প্রশিক্ষণের সমাপনী হয়। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে বিগত ২৭ মার্চ শনিবার সকালে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রেস ইনিষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী সহ প্রমূখ।
প্রশিক্ষক ছিলেন ইউল্যাব ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোবাইল সাংবাদিকতা বিশেষজ্ঞ ডক্টর জামিল খান, দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর তরিক রহমান ও ডয়েচ ভেলের বাংলাদেশর প্রতিনিধি হারুন-অর-রশিদ, প্রেস ইনিষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষণ ও স্বমন্বয়কারী শাহ আলাম সৈকত উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি)-এর কর্মকর্তাসহ নড়াইল জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোবাইল সাংবাদিকতায় কর্মরত ৩৫ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিকের হাতে পিআইবি’র সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।
প্রশিক্ষণে মোবাইল সাংবাদিকতা কি? কিভাবে মোবাইল সাংবাদিক হয়ে উঠা যায়? মোবাইলে ভিডিও ধারনের পদ্ধতি, এডিটিংসহ মোবাইল সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে এই সর্ম্পকে বিস্তারিত শিখানো হয়।
এদিকে পিআইবি’র আয়োজনে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে বিগত রোববার দুইদিনব্যাপী নারী ও শিশু বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ শেষ হয়েছে। এখানে ৩০ জন নারী ও পুরুষ সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন