৩ চোর গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত ০২/০৪/২০২১খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫.২৫ ঘটিকার সময় জনৈক শাহরিয়ার আহমদ চৌধুরী (২৬) হুমায়ুন রশিদ চত্তর হতে সিএনজি যার রেজিঃ নং-সিলেট-থ-১২-২১৬২ যোগে সোবহানীঘাট পয়েন্টে যাওয়ার পথে তার সাথে থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং ০১টি আইফোন-৬এস, মূল্য অনুমান ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অভিনব কৌশলে চুরি হয়। উক্ত ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব এস এম আবু ফরহাদ সাহেবের দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ ইয়াছিন এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ০৫/০৪/২০২১খ্রিঃ তারিখ বেলা অনুমান ১৫.০০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন সিলাম চকেরবাজার সিএনজি স্ট্যান্ড হতে সিএনজি চালক মোঃ মাসুক মিয়া (৩০)’কে গ্রেফতার করত: তার হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত উল্লেখিত সিএনজি গাড়ীটি উদ্ধার পূর্বক জব্দ করেন। ঘটনার বিষয়ে জনৈক শাহরিয়ার আহমদ চৌধুরী (২৬) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৭, তাং-০৫/০৪/২০২১খ্রিঃ, ধারা- ৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে ধৃত মোঃ মাসুক মিয়া (৩০) এর দেওয়া তথ্য মতে অদ্য ০৬/০৪/২০২১খ্রিঃ তারিখ রাতভর অভিযান পরিচালনা করে এসআই(নিরস্ত্র)/শেখ মোঃ মিজানুর রহমান দক্ষিণ সুরমা থানা এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় আসামী আনোয়ার হোসেন (৩৫) ও দুলাল মিয়া (৩২)’দ্বয়কে গ্রেফতার করেন। উক্ত মামলায় ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলোঃ-
১। মোঃ মাসুক মিয়া (৩০) পিতা-মৃত আব্দুস সালাম, মাতা- হালিমা বেগম, সাং-গনেশপুর, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-রাজদুত কমিউনিটি সেন্টার, চন্ডিপুল, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।
২। আনোয়ার হোসেন (৩৫), পিতা- মৃত আইন উদ্দিন, মাতা- মোর্শেদা বেগম, স্থায়ী : গ্রাম-সতপুর, কালীগঞ্জ, থানা- বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমান : গ্রাম- ফিরোজপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।
৩। দুলাল মিয়া (৩২), পিতা- মনাই মিয়া, মাতা- মৃত তাহেরা বেগম, স্ত্রী- বকুল বেগম , স্থায়ী : গ্রাম- চিকনপুর, পো: খালক, থানা- লাখাই, জেলা-হবিগঞ্জ, বর্তমান : গ্রাম- লাউয়াই, কাশবন, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।


বিজ্ঞাপন