গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির ইন্তেকালে শোক প্রকাশ

ঢাকা সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক লাখো কণ্ঠের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রোমান শাহ আলম (৫২) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল (শুক্রবার) রাত ২টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
৯ এপ্রিল (শুক্রবার) বিকেলে এক বিবৃতিতে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, মোঃ রোমান শাহ আলম একজন নির্লোভ, নিরহংকার ও সদাহাস্যজ্জ্বল মানুষ ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তিনি আরো বলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে মরহুমের অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য যে, মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বিজ্ঞাপন