ভালোর সাথে আলোর পথে- দিশারী শোলপুর

সারাদেশ

নড়াইল (মির্জাপুর) থেকে সৈয়দ রমজান হোসেন : আলোর সাথে আলোর পথে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী শোলপুর এর উদ্যোগে করোনা কালিন জনসচেতনতা সৃষ্টি ও সুরখ্যা মাক্স বিতরন করা হয়। শুক্রবার সকাল ১০ঘটিকায় স্থানীয় ইউপি পরিষদ চত্তর থেকে কার্যকরম পরিচালনা করেন সংগঠনের প্রধান নির্বাহী তরুণ সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী মো মিলটন শেখ ও সংগঠন এর উপদেষ্টা মওলানা আরিফুজ্জামান টুলু সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় সিংগাশোলপুর বাজার বিধানের মোড়,টেকার স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড কয়েকটি স্থানে জনসচেতনতা সৃষ্টি ও মাক্স বিতরন করা হয়। এসময় সংগঠনের নির্বাহী সদস্য মো মিঠুন মির, রিদয় হোসেন, জামাল ফকির, বাবলু রায়, যুগল বিশ্বাস, নুর ইসলাম, লিটন বিশ্বাস, সুজন শেখ, আশিক শিকদার, আল আমিন সিকদার, হানিফ খান দিশারী শোলপুর প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী চক্ষু শিবির ত্রাণ সরবরাহ শিক্ষা বিত্তী প্রদানসহ চলমান প্রক্রিয়া অব্যাহত রেখে দিশারী শোলপুর এগিয়ে চলছে।


বিজ্ঞাপন