সংঘবদ্ধ চাঁদাবাজ গ্রেফতার ও নগদ টাকা উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত ২০/০৩/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ৬:০০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন কাজী মসজিদ সংলগ্ন ডিপোতে জনৈক গোলাম মোহাম্মদ (৬৭) এর এডিটিং করা অশ্লীল আপত্তিরক ছবির কথা বলে আসামীরা ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা গ্রহন করে এবং পরবর্তীতে আরো ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চাঁদা দাবী করার বিষয়টি জনৈক গোলাম মোহাম্মদ পাহাড়তলী থানা, পুলিশ’কে অবহিত করিলে, পাহাড়তলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়া ঘটনার সত্যতা পায়।


বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায় গত ১৫/০৩/২০২১ তারিখ এজাহারনামীয় ১নং ব্যাক্তি মোঃ রানা নিজের পরিচয় প্রদান করে জনৈক গোলাম মোহাম্মদ (৬৭) এর নিকট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং না দিলে প্রাণনাশ, ব্যবসায়িক ক্ষতি সাধনসহ অন্য কোন ক্ষতি করবে বলে হুমকি দেয়। জনৈক গোলাম মোহাম্মদ আসামীদেরকে টাকা দিতে অস্বীকার করিলে আসামীরা জনৈক ব্যক্তির মানহানি করার উদ্দেশ্যে এডিটিং করা আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরি করার ভয় দেখিয়ে ইং ২০/০৩/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ৬:০০ ঘটিকার সময় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা পাহাড়তলী থানাধীন কাজী মসজিদ সংলগ্ন ডিপো হতে চাঁদা গ্রহন করে এবং পরবর্তীতে আসামীরা একই ব্যক্তির নিকট হতে আরো ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চাঁদা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসিতেছিল। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পাহাড়তলী থানায় চাঁদা গ্রহন ও চাঁদা দাবীর মামলা রুজু হয়।

পাহাড়তলী থানা পুলিশ জনৈক গোলাম মোহাম্মদ (৬৭) এর অভিযোগ প্রাপ্তির পর আসামীদের গ্রেফতারের তৎপর হয়ে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ০৭/০৪/২০২১খ্রিঃ তারিখ পাহাড়তলী থানা পুলিশের একটি চৌকশ দল থানা এলাকাসহ থানার আশপাশ এলাকা হতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১। মোঃ শামসুল হক রানা (২৭), ২। মাহবুব আলম রনি (২৮), ৩। মোঃ মোশারফ হোসেন টুটুল (২৮), ৪। মোঃ আফসার (২৯), ৫। মোঃ সুমন হোসেন প্রঃ সাদ্দাম (৩০), ৬। মোঃ রাজু (২৯)দেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতারের পর এজাহারনামীয় ১ নং ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, জনৈক গোলাম মোহাম্মদ (৬৭) এর নিকট থেকে কৌশলে টাকা নেয়ার জন্য তাহার বন্ধু মো: আফসার, সুমন হোসেন প্রকাশ সাদ্দাম মো: রাজু,সহ অন্যান্যদের সহায়তায় পরিকল্পনা করে এবং শামসুল হক রানা যেহেতু বাদীর পূর্ব পরিচিত সেহেতু সেই টাকা দাবী এবং গ্রহণ করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও উপস্থাপনমতে চাঁদা আদায়ের ১,২২,০০০/- টাকা উদ্ধার করা হয়।