বরেণ্য অভিনেত্রী কবরীর মৃত্যুতে আইজিপি’র শোক

জাতীয়

 

নিজস্ব প্রতিনিধি : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য বরেণ্য অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।


বিজ্ঞাপন

আইজিপি এক শোক বার্তায় বলেন, কবরী তাঁর অসাধারণ প্রতিভা ও সাবলীল অভিনয় গুণে প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলতে বিশেষ পারদর্শী ছিলেন। তিনি অনেক সাড়া জাগানো চলচ্চিত্র উপহার দিয়েছেন, যা যুগ যুগ ধরে দর্শকের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। রূপালী পর্দার উজ্জ্বল নক্ষত্র ‘মিষ্টি মেয়ে’ কবরীর চলে যাওয়া আমাদের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি।


বিজ্ঞাপন

আমাদের মহান মুক্তিযুদ্ধেও তিনি অসামান্য অবদান রেখেছেন, যা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। আইজিপি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


বিজ্ঞাপন