করোনা বাস্তবায়নে কঠোর পুলিশ শিশুর প্রতি দেখাল সম্মানঃ সম্মানিত নাগরিকের পোস্ট

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : করোনা নিয়ন্ত্রনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে জনস্বার্থে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তীব্র দাবদাহে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজে করছে পুলিশ। আইন ও সরকারের আদেশের কঠোর বাস্তবায়নের পাশাপাশি পুলিশের ভালবাসা ও সহানুভ‚তির গল্পও তৈরী হচ্ছে অগনিত।


বিজ্ঞাপন

সম্মানিত এক নাগরিকের ফেইসবুক পোস্ট লিখেছেন,


বিজ্ঞাপন

“বড় রাস্তার মোড়ে পুলিশ রিকশা আটকাচ্ছে, উল্টে দিচ্ছে … তর্ক করলে দুই এক ঘা গতরে পড়ছে …. হঠাৎ দেখি অল্পবয়সী একজন তার রিকশায় ফ্রক পরা কন্যাকে নিয়ে যাচ্ছে সেদিকে .. মেয়ে কাঠি চকলেট খাচ্ছে, আর বাবা মেয়েকে নিয়ে যেন উড়ছে.. আমি ভয় পেলাম এই বাচ্চার সামনেই কি লোকটা মার খাবে? রিকশাটা উলটে দিবে পুলিশ? হাঁটা থামিয়ে দিলাম… চালক মোড়ের কাছে গেল.. কন্যা তখনও চকলেট শেষ করেনি, বাবাকে নানা প্রশ্ন করছে… মারমুখী পুলিশ সদস্য অন্যরকম হয়ে গেল.. বাচ্চার দিকে চেয়ে হেসে দিল… চালককে ইশারা করল যেতে… রিকশা চলে যাচ্ছে… পুলিশ সদস্য চেয়ে থাকল কিছুক্ষণ.. তারপর তার আবার ব্যস্ততা…”