সরবরাহকৃত ঔষধ যথাযথভাবে গ্রহণ, মজুদ, বিতরণ এবং রেজিস্টারে লিপিবদ্ধকরণ সভা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার সকাল ১২ঃ০০ ঘটিকায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা) মহোদয়ের সভাপতিত্বে কেএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনায় কেন্দ্রীয়ভাবে সরবরাহকৃত ঔষধসমূহ যথাযথভাবে গ্রহণ, মজুদ রেজিস্টারে লিপিবদ্ধকরণ, প্রতিদিন রোগীদের সরবরাহকৃত ঔষধ যথাযথ প্রক্রিয়ায় বিতরণ এবং রেজিস্টারে লিপিবদ্ধকরণ সংক্রান্তে সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান (বিপিএম); ডিআইজি খুলনা রেঞ্জ এর পুলিশ সুপার (অপারেশন এন্ড ট্রাফিক) তোফায়েল আহম্মেদ; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোঃ আনিচুর রহমান; বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সহিদ হোসেন মোঃ নূর আফজাল; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহমদ; অতিঃ পুলিশ সুপার (খুলনা জেলা) জিএম আবুল কালাম আজাদ; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শেখ ইমরান-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।