ঈদ কেনাকাটা ব্যস্ত নগরবাসী

রাজধানী

করোনাভীতি উপেক্ষা

 

নিজস্ব প্রতিবেদক : করোনাভীতি উপেক্ষা করেই ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। এদিকে বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালু হলে বেচাকেনা ও ক্রেতাসমাগম আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। তবে বিক্রি বেড়েছে ফুটপাতের দোকানিদেরও।
ঈদে নতুন জামা-কাপড় যেন না হলেই নয়। তাই মহামারির মধ্যেও বিভিন্ন শপিংমল ও মার্কেটে ভিড় বাড়ছে ক্রেতাদের।
বুধবার সকাল থেকেই নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক, চন্দ্রিমা সুপার মার্কেটসহ আশপাশের দোকানপাটে বেচাকেনা জমে ওঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ে। অনেক ক্ষেত্রেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। বিক্রি বাড়ায় করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা দেখছেন বিক্রেতারা।
বাজারে নারী ও শিশুদের পোশাকের দোকানে ভিড় সবচেয়ে বেশি। বেচাকেনা জমে উঠেছে প্রসাধনী ও গহনার দোকানেও।
এ ছাড়া শপিংমলের বাইরে ফুটপাতের দোকানেও বেড়েছে বিক্রি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদ সামনে রেখে বিক্রির সুযোগে স্বস্তির নিঃশ্বাস বিক্রেতাদের মনে।
মার্কেটের প্রবেশমুখে স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক কার্যক্রম চোখে পড়লেও ভেতরে তোয়াক্কা নেই নিয়মনীতির। যে যার মতো করে চলাফেরা করছেন। অনেকের মুখের মাস্ক হাতে আবার থুঁতনিতে দেখা গেছে।


বিজ্ঞাপন