নড়াইল মাইজপাড়া এলাকা থেকে ঢাল সড়কি উদ্ধার

সারাদেশ

নড়াইল মির্জাপুর থেকে সৈয়দ রমজান হোসেন : নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন হতে কাইজ্জায় ব্যবহৃত ঢাল ও সরকি উদ্ধার করেছে নড়াইল জেলা পুলিশ।


বিজ্ঞাপন

নড়াইল জেলার সদর উপজেলাধীন মাইজপাড়া ইউনিয়ন হতে কাইজ্জায় ব্যবহৃত ঢাল ও সরকি উদ্ধার করেছে নড়াইল জেলা পুলিশ‌। ৫ই মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ঢাল ও সরকি উদ্ধার করেছে নড়াইল পুলিশ ।

মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাইজ্জায় ব্যবহৃত ভালো সরকি ও ‌ঢাল মজুদ আছে বলে নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নিকট গোপন সংবাদ আসে।

সে সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন পিপিএম কে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন ।

পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে অভিযানকালে ২০টি সরকি ও ৮টি ঢাল উদ্ধার করে পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) আজকের দেশকে জানান, নড়াইল জেলার মাইজপাড়া ইউনিয়নটি কাইজ্জা প্রবণ এলাকা। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা অভিযান চালিয়ে কাইজ্জায় ব্যবহৃত ঢাল ও সরকি উদ্ধার করতে সক্ষম হয়েছি‌।