নৌকার মাঝি হতে চান আবু তাহের

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক নৌকা মার্কা চান বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাতপোয়া ইউনিয়ন শাখার সভাপতি’র দায়িত্ব পালনকারী ও বিভিন্ন সংস্থা থেকে পুরস্কারপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান আবু তাহের। নৌকা প্রতীক বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ২য় বারের মত নৌকা প্রতিকের মনোনয়ন চান সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততার রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছেন। বিশ্ব দরবারে বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি-জামাতের শাসনামলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়েছিল।তারেক রহমান হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।
তিনি সমাজের অবহেলিত পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের লেখা-পড়ার জন্য সরকারী-বেসরকারী ও ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান ও ঈদ উল ফিতরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ত্রান সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। চলমান করোনা ভাইরাস প্রার্দুভাব প্রতিরোধে সরকারী বিধি নিষেধ প্রয়োগ করায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ানো অব্যাহত ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কহীনদের মাঝে মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন।এলাকার জনসাধারনের মাঝে ব্যাপক সাড়া ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আবু তাহের এর অনুপ্রেরণায় ও আন্তরিক প্রচেষ্টায় তার ইউনিয়নের চর সরিষাবাড়ী কাঠের ব্রীজ ,চর আদ্রা মোড়ের পশ্চিম পার্শ্বে চর জামিরা লোকমান সরকারের (পাচ আনি পাড়া),আদ্রার পশ্চিম পার্শ্বে ফুট ব্রীজ সহ ৪টি ব্রীজের নির্মাণ ব্যয় ২২ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। তিনি তার ইউনিয়নের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে ২য় বারের মত আবারও নৌকা প্রতিকের মনোনয়ন চান। মনোনয়ন পেলে জয় লাভ করবেন সেই সাথে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন। সাতপোয়া ইউনিয়নের ১৭টি গ্রামের ৯টি ওয়ার্ডের ৫২ হাজার জনসংখ্যা নিয়ে এ ইউনিয়নটি।সরকারী বিভিন্ন বরাদ্ধ হত দরিদ্রদের মাঝে সঠিকভাবে বিতরণ সহ বিভিন্ন সমস্যা সমাধানে ইউনিয়ন বাসীর পাশে থাকায় করোনা যোদ্ধা হিসেবে খ্যাত আবু তাহেরকে আবারও সাতপোয়া ইউনিয়নবাসী চেয়ারম্যান হিসেবে দেখতে চান।


বিজ্ঞাপন