যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। যাদের ওপর যাকাত ফরজ, তাদের জন্য যাকাত দেওয়া অপরিহার্য কর্তব্য। তবে যাকাতকে কেন্দ্র করে মানুষ যেনো নিজেকে জাহির না করে এবং যাকাতের নামে ভুল স্থানে অর্থ অপব্যয় না করে সে ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে ইসলামে। এ বিষয়ে পবিত্র কোরআনে শরিফে মুমিনদের সতর্ক করেছেন আল্লাহ। এছাড়াও যাকাত ও সাদকাতুল ফিতর (ফিতরা) দেওয়ার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দিতে হবে, সেই ব্যাপারে পবিত্র কোরআনে ৮টি খাত উল্লেখ রয়েছে।


বিজ্ঞাপন

আল্লাহ তাআলা বলেন: নিশ্চয়ই যাকাত হলো কেবল ফকির-মিসকিন, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, নওমুসলিম, ক্রীতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে নিমগ্ন ব্যক্তি ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথসন্তানদের জন্য। এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত। আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী। সূত্র: (সুরা তাওবাহ, আয়াত: ৬০)।