৩০০০ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০০পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই সুত্রটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম গতকাল ২০ মে,বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটায় কক্সবাজার সদর মডেল থানাধীন বৈদ্যঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে পারিজাত ভবনের সামনে হতে মোঃ শফিউল্লাহ (৩২), পিতা- মৃত লাল মোহাম্মদ, সাং – বৈদ্যঘোনা খাজা মঞ্জিল, ০৮ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার ও মোঃ জসিম উদ্দিন (৪৪), পিতা- মোঃ ফজল আহম্মদ, সাং- মহেশখালীয়াপাড়া, ০৯ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার নামীয় দুইজন মাদক কারবারীকে ৩০০০ ( তিন হাজার) পিস ইয়াবাসহ আটক করে।

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে আটককৃত ব্যক্তি মোঃ শফিউল্লাহ (৩২) ও মোঃ জসিম উদ্দিন (৪৪) উভয়কে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।