ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যুতে মেয়র তাপসের শোক

রাজধানী

নিজস্ব প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।
আজ (২১ মে) এক শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “তিনি অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন এবং সবসময় জনগণের সাথে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নে কাজ করেছেন। ৭৩ নম্বর ওয়ার্ড করপোরেশনের নবসংযুক্ত ওয়ার্ডসমূহের একটি হওয়ায় তিনি কাউন্সিলর হিসেবে তাঁর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।”


বিজ্ঞাপন

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস শোকবার্তায় আরও বলেন, “দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি পরপর দু’বার করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব-কর্তব্য পালনে সর্বদা সচেষ্ট মো. শফিকুল ইসলামের মৃত্যুতে করপোরেশনের উন্নয়ন ও অগ্রগতির যাত্রা পথে আমি এক নির্ভরযোগ্য সহযোগীকে হারালাম।”


বিজ্ঞাপন

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


বিজ্ঞাপন