ভোক্তা অধিকারের অভিযান

বানিজ্য

নিজস্ব প্রতিনিধি : ২৩ মে ২০২১ তারিখে বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

একটি ফার্মেসি ও তিনটি মুদি দোকানে মনিটরিং করা হয়। ফার্মেসী তে দেখা যায় বিক্রয় নিষিদ্ধ ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছে। মুদি দোকান গুলোতে মনিটরিং এ দেখা যায়, ড্রাগ লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে, উতপাদনের তারিখ ও মেয়াদবিহীন খাদ্য বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান ৪টিকে জরিমানা করা হয় এবং সংশোধন হবার জন্য নির্দেশনা দেয়া হয়।

সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।