বিএসটিআই’র অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার বিএসটিআই’র উদ্যোগে রমনা থানা পুলিশের সহযোগিতায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার এর নেতৃত্বে রমনা থানাধীণ বেইলিরোড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে-
১। স্টার ওয়াল্ড, ৯, বেইলি রোড, নাটক স্মরনী, ঢাকা বিএসটিআইর ছাড়পত্র গ্রহণ ব্যাতিরেকে শ্যাম্পু (ব্রান্ড: Dove, Tresemme), স্কিন পাউডার (ব্রান্ড: Yardley), বেবী লোশন (ব্রান্ড: KODOMO), স্কিন ক্রীম (ব্রান্ড: PONDS, OLAY), লিপস্টিক (ব্রান্ড: RK Matte), টয়লেট সোপ (ব্রান্ড: Fa) পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
২। INGLOT Bangladesh, নাটক স্মরনী, নিউ বেইলি রোড, বিএসটিআইর ছাড়পত্র গ্রহণ ব্যাতিরেকে লিপস্টিক, ফেস পাউডার পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় বিএসটিআই আইনে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
৩। BD Budget Beauty, নাটক স্মরনী, নিউ বেইলি রোড, ঢাকা বিএসটিআইর ছাড়পত্র গ্রহণপূর্বক শ্যাম্পু, স্কিন পাউডার, বেবী লোশন, স্কিন ক্রীম, লিপস্টিক পণ্যের বিক্রয়-বিতরণ, বাজারজাত করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজাহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), জনাব খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।