দক্ষিণ সুরমায় ১৫ জুয়ারী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রোববার সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নিদের্শনায় অফিসার ইনর্চাজ এর নেতৃত্বে এসআই(নি:)/স্নেহাশীষ পৈত্য, এসআই(নি:)/কাজী রিপন সরকার, এএসআই(নি:)/মো: মোস্তফা কামাল, এএসআই(নি:)/মো: মোখলেছুর রহমান, এএসআই(নি:)/মো: আপন মিয়া সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি মকন দোকানস্থ রেল লাইনের পাশে রাসেল মিয়ার কলোনীর টিনসেড ঘরে আসামী ১। মো: চাঁন মিয়া (২৫) পিতা-মৃত আ: মালিক, সাং- রাজনাও, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- তেলীরাই, ওসমান মিয়ার কলোনী, ২। আফাজ উদ্দিন (৩৩) পিতা- আলমগীর, সাং- আলমপুর, থানা-সদর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- বরইকান্দি, শাহজাহান মিয়ার কলোনী, ৩। মো: জাকির হোসেন (২৯) পিতা-মৃত আলাউদ্দিন, সাং- তেলিরাই, ৪। মো: জাহেদ মিয়া (৪৪) পিতা-মৃত জমির মিয়া, সাং- গোপশহর, ৫। মো: রাজন আহমদ (২৮) পিতা-মৃত বাবুল মিয়া, সাং-তেলীরাই, ৬। মো: কামাল মিয়া (৩০) পিতা- মৃত মুসলিম মিয়া, সাং- রংপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- মকন দোকান, ৭। রাসেল (৩৫) পিতা-মৃত নেছার মিয়া, সাং-তেলীরাই, সর্ব থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে জুয়া খেলায় জমায়েত অবস্থা হতে আটক করা হয়।


বিজ্ঞাপন

অপরদিকে ২৩/০৫/২০২১খ্রি: তারিখ রাত ২২:১৫ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নিদের্শনায় অফিসার ইনর্চাজ এর নেতৃত্বে এসআই(নি:)/¯স্নেহাশীষ পৈত্য, এসআই(নি:)/কাজী রিপন সরকার, এএসআই(নি:)/মো: মোস্তফা কামাল, এএসআই(নি:)/মো: মোখলেছুর রহমান, এএসআই(নি:)/মো: আপন মিয়া সঙ্গীয় ফোর্স সহ দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি ৩নং রোডস্থ মৃত সোনা মিয়ার টিনসেড বাসা হইতে আসামী ১। জাকির (২২) পিতা-আনোয়ার, সাং- আমবাড়ী, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- বরইকান্দি, ৩নং রোড, ২। জাকের (২৪) পিতা-ফয়জুর রহমান, সাং- বরইকান্দি, ১নং রোড, ৩। বাবলু (৩০) পিতা-মো: আলী, সাং- বরইকান্দি, ৩নং রোড, সর্ব থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। শাহিন (২৬) পিতা-বাবুল আহমদ, সাং- মাইজকান্দি, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ৫। সায়েদুর রহমান (৩০) পিতা-মৃত নুর মিয়া, সাং- বরইকান্দি, ৩নং রোড, ৬। জাহাঙ্গীর (২৫) পিতা-শুকুর, সাং- মোল্লাপাড়া, থানা-সাদ উল্লাহপুর, জেলা-গাইবান্ধা, বর্তমানে- বরইকান্দি, ৪নং রোড, ৭। স্বাধীন মিয়া (৩৫) পিতা-দুলাল মিয়া, সাং-মহেষপুর, থানা-সাদ উল্লাহপুর, জেলা-গাইবান্ধা, বর্তমানে- বরইকান্দি, ৪নং রোড, ৮। মঞ্জু আহমদ (৩০) পিতা- মৃত সোনা মিয়া, সাং- বরইকান্দি, ৩নং রোড, সর্ব থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে জুয়া খেলার জমায়েত অবস্থা হতে আটক করে সকল জুয়ারীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন