নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম রাজধানীর খিলগাঁও এলাকায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ পরিদর্শন করেন। পরিদর্শনকালে আপন কফি হাউজের ফ্রীজে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত দুধ পাওয়া যায়।এছাড়া ক্যাফে অ্যাপেলিয়ানো, ক্যাফে চেরী ড্রপস,অলিভারস ও ট্রেডিশন বিডি হোটেল রেস্তোরাঁসমূহে নিম্ন মানের কিচেন ব্যবস্থাপনা ও খাবার সংরক্ষন (নিষিদ্ধ পলিথিন,অপরিষ্কার প্লাস্টিক ও ব্যবহৃত কোল্ড ড্রিংকসের বোতল ইত্যাদি) লক্ষ্য করা যায়।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করে, এবং ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা দেখা গেলে আইনানুগ ব্যবস্থাপনা গ্রহনের কথা উল্লেখ করেন।এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মোঃ আসলাম উদ্দীন, এম ইমরান হোসেন মোল্লা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শওকত হোসেন সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন