সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৪ ফার্মেসীকে জরিমানা

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ী শিমলাবাজারে ২৫ মে মঙ্গলবার দুপুরে সুমন মেডিকেল হল-২ ড্রাগ লাইসেন্স না থাকায় ৩০০০ টাকা,রাজু মেডিকেল হল -২ ড্রাগ লাইসেন্স না থাকায় ৩০০০টাকা, সামিদ ফার্মা ড্রাগ লাইসেন্স না থাকায় ৩০০০ টাকা ও মা বাবার দোয়া ফার্মেসীকে সরকার নিষিদ্ধ ইন্ডিয়ান যৌন উত্তেজক ট্যাবলেট ফার্মেসিতে রাখায় ৫০০০ টাকা মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক গৌরী রাণী বসাক, সরিষাবাড়ী ঔষধ ফার্মেসী এসোসিয়েশনের সভাপতি রবিউল কবীর উজ্জল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ থানা পুলিশের কয়েকজন অফিসার ও পুলিশ সদস্য। উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, এ উপজেলায় আমি যতদিন আছি ততদিন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন