ভেজাল বিরোধী অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে দেদার সুপার শপ, দোকান নং জি-১৪, ডিএনসিসি মার্কেট, গুলশান-২, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

অভিযানকালে অনেক পণ্যে আমদানিকারক এর কোন স্টিকার পাওয়া যায়নি এবং কিছু স্টিকার পাওয়া যায় যাতে অসম্পূর্ণ ও অস্পষ্ট ঠিকানা দেখা যায়। এছাড়া কাঁচা খাদ্যের (মাংস) সাথে জড়িত সেলসম্যানদের কারো স্বাস্থ্য সনদ নেই। এছাড়া বাদাম, খেজুর, ডাল, মসলা ও চাল জাতীয় বিপুল পরিমাণ খাদ্য মোড়কীকরণে যথাবিধি মানা হয় নি।

এ সকল অপরাধে দেদার সুপারশপ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

দেদার সুপার শপ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। দেদার সুপার শপ এর কর্তৃপক্ষও নির্দেশনা মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।

অভিযানকালে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল খালেক মজুমদার, মনিটরিং অফিসার মোঃ আসলাম উদ্দিন, অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্হিত ছিলেন।

বুধবার ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নিউমার্কেট থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় নীলক্ষেত এলাকায় অবস্থিত বিউটি রেস্তোঁরাকে অনিবন্ধিত অবস্থায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোঁরা পরিচালনা করার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, ১,০০০০০/- (এক লক্ষ টাকা)অর্থদন্ড প্রদান ও তাৎক্ষনিক আদায় করা হয়। এসময় খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসলাম ভূইয়া ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এর একটি চৌকস টীমসহ অন্যান্য সহকর্মী।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।