জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রাথমিক মনোনয়ন পরীক্ষা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার যশোর পুলিশ লাইন্স মাঠে আসন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন Formed Police Unit (FPU), এ প্রেরণের নিমিত্তে এএসআই/এটিএসআই/কনস্টেবল/কুক/পরিচ্ছন্নতাকর্মী পদমর্যাদার সদস্যদের(সাধারণ ও ট্রেড) জেলা পর্যায়ের প্রাথমিক মনোনয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় আবেদনকৃত প্রার্থীদের মধ্য হতে অধিকতর যোগ্যতা সম্পন্ন চৌকস সদস্যদের বাছাইয়ের নিমিত্তে প্রার্থীদের শারীরিক যোগ্যতা, লিখিত, মৌখিক ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত প্রাথমিক মনোনয়ন পরীক্ষায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), যশোর, মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর, মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), যশোর, আবুল কালাম আজাদ, আরআই, পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন