নিজস্ব প্রতিনিধি : হাকিমপুর (দিনাজপুর) থানার মামলা নং-১৩ তারিখ-২৯/১০/২০২০ খ্রিঃ ধারা-৩০২/৩৭৯/৩৪ দঃবিঃ ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী যতিশ মিঞ্জি @ রাম (৫০), পিতা-মৃত নন্দ লাল মিঞ্জি, সাং-সোনাপুর খোর্দ মশুর আদর্শগ্রাম, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে সিআইডি দিনাজপুর জেলা অদ্য ১৬/০৬/২০২১ খ্রিঃ তারিখে রাত্রি ০২.০০ ঘটিকায় জয়পুরহাট থেকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণঃ
ঘটনার দিন গত ২৮/১০/২০২০ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় ভিকটিম মৃত জামাল উদ্দিন, পিতা-মৃত ফয়েজ উদ্দিন, সাং-বড় জালালপুর, থানা-হাকিমপুর জেলা-দিনাজপুর গ্রেফতারকৃত আসামীর সহযোগীতায় গরু ক্রয়ের জন্য সোনাপুর আদর্শগ্রাম, পাঁচবিবি এলাকায় যায়। পরবর্তীতে সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় সোনাপুকুর, আদর্শগ্রাম, পাঁচবিবি হতে বড় জালালপুর ঈদগাঁ মাঠ, হাকিমপুর এর মধ্যবর্তী বিলের মধ্যে ভিকটিমকে মাথায় গুরুত্বর জখমপ্রাপ্ত অবস্থায় স্থানীয় সাক্ষীগন উদ্ধার করে এবং একই দিনে সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদকালে সে উক্ত হত্যাকান্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। আসামীকে আদালতে প্রেরণপূর্বক ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ডসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে।