এটি ২০ সপ্তাহের ভ্রুণের একটি চিত্র, যা, এখনও জন্মগ্রহণ করেনি!

স্বাস্থ্য

ড. হক : এই যে নাক, কান, চোখ, ভ্রু, ঠোঁট দেখতে পাচ্ছেন, এগুলো হাজার হাজার, কোটি কোটি কোষ বিভাজিত হওয়ার ফসল।
আচ্ছা এখন বলুন তো, কিভাবে এই কোষগুলো এতো নিখুঁত ভাবে হাত, পা, আঙুল, চোখ, কান, ঠোঁট ইত্যাদি বানিয়ে যাচ্ছে?


বিজ্ঞাপন

এরা কি পৃথিবীর সবচেয়ে বড়ো ইন্জিনিয়ারিং কলেজে পড়েছে? নাকি সবচেয়ে বড় ডাক্তারি ডিগ্রি হাসিল করেছে?

ধরুন আপনাকে ৫২ কোটি কোষ দেওয়া হলো, আপনি এমন একটা নাক বা কান বানিয়ে দেখাতে পারবেন? কখনোই পারবেন না।

তাহলে ভেবে দেখুন, কি করে এই বুদ্ধিমত্তাহীন কোষগুলো এমন অসম্ভব বুদ্ধিদীপ্ত কাজগুলো করে যাচ্ছে, যেটা আপনি আমি চাইলেও করতে পারি না! তাহলে কি এর দ্বারায় এটা প্রমাণিত হয় না যে, ভ্রুণ গঠনের পিছনে একজন মহাজ্ঞানী স্রষ্টার হাত রয়েছে! সুবহানাল্লাহ।

আর এ সম্পর্কে আল্লাহ পাক বলেন,
“আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন। তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা অনুগত্য স্বীকার করো।”
(সূরা আন নাহল,৭৮)