নিষিদ্ধ ৩৪০ এমপোল ইনজেকশন বুপ্রেনরফিনসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন বাস্তহারা এলাকা থেকে ৩৪০ পিস নিষিদ্ধ ইনজেকশন বুপ্রেনরফিন সহ ২ জনকে গ্রেফতার করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানাগেছে, সরকার নিষিদ্ধ এসব ইনজেকশন বর্তমানে নেশা জাত দ্রব্য হিসেবে ব্যবহার করছে মাদকাসক্তরা। কিন্তু কতিপয় ঔষধ কোম্পানির মালিকেরা সরকারের নির্দেশ অমান্য করে নিষিদ্ধ এসব ইনজেকশন উতপাদন ও বাজারজাত করে যাচ্ছে। বিশেষ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক উতপাদন লাইসেন্স সাময়িক বাতিল এবং স্থায়ীভাবে বাতিল করা ঔষধ কোম্পানির মালিকেরা এসব অপকর্মে জড়িত। ওই সব কোম্পানির মালিকেরা রাতের আধারে এসব নেশা জাতীয় ইনজেকশন, ক্যাপসুল ও ট্যাবলেট উৎপাদন করে কোম্পানির নিজস্ব এজেন্ট এর মাধ্যমে বাজারে ছেড়ে দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি রাখতে হবে বলে সচেতন মহল মনে করেন। সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতারকৃতরা ২ জন যথাক্রমে টিপু সুলতান(২০), পিতাঃমোঃ ইব্রাহিম, টঙ্গী পুর্ব থানা, গাজীপুর মহানগর। অপরজন নবী হোসেন(৩৫ ), পিতাঃ মৃত আলী নেওয়াজ, সাং ধরমন্ডল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।