গ্রীণ সোসাইটি বয়েজ ক্লাবের ফুটবল টুর্নামেন্ট খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

খেলাধুলা

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে আজ ২৫ জুন শুক্রবার বিকালে খাগুরিয়া গ্রীণ সোসাইটি বয়েজ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সদস্য ও আসন্ন ৮নং মহাদান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবীর।
সভাপতিত্ব করেন সরিষাবাড়ী মহাদান ইউনিয়ন আওয়ামী লীগ এর ২নং ওয়ার্ডের সভাপতি ও আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুস সামাদ (সামু)। উক্ত ফাইনাল খেলায় বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিতরা ২-১ গোলে বিজয়ী হয়।
উক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হুমায়ুন কবীর। তিনি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো খেলাধুলা।


বিজ্ঞাপন