নড়াইল কালিয়ায় কাইজ্জা প্রস্তুতি কালে অস্ত্রসহ গ্রেফতার ২৮

অপরাধ

মোঃ রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলে কালিয়া ও লোহাগড়া থানা পুলিশ কাইজ্জার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২৮ জনকে গ্রেফতার করে আদালত সোপর্দ করে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

২৫ জুন গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল কালিয়া ও লোহাগড়া থানা পুলিশ কাইজ্জার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২৮ জনকে গ্রেফতার করেন।

২৫ শে জুন গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে কালিয়া থানা পুলিশ জানতে পারে কালিয়া থানাধীন পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর বাজারের তিন রাস্তার উপর শতাধিক লোকের উপস্থিতিতে কাইজ্জার প্রস্তুতি চলছে।

সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার ( কালিয়া সার্কেল) জনাব প্রণব সরকার তাৎক্ষণিক কালিয়া থানার ওসি ও সঙ্গীয় ফোর্স সহ যাদবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে আটজনকে গ্রেফতার করেন ।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট থেকে দেশীয় অস্ত্র (০৫ টি রামদা, ০৯টি ঢাল, ০২টি ভেলা ) এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

উক্ত ঘটনায় উভয় পক্ষের এজাহার নামীয় ৬৭ জনের ও অজ্ঞাত নামা আরো ৫০/৬০ জনের নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে ।

মারুফ শেখ গ্রুপ ও হিমায়েত মুন্সির গ্রুপের লোকজন কাইজ্জার প্রস্তুতি নিয়েছিল।

অপরদিকে লোহাগড়া থানার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পূর্ব পাড়ায় বর্তমান চেয়ারম্যান দাউদ গ্রুপ ও কামরান সিকদার গ্রুপের মধ্যে কাইজ্জার প্রস্তুতিকালে লোহাগড়া থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।