নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার আকবরশাহ্ থানাধীন ডিটি রোডের পূর্ব পার্শ্বে কর্নেলহাট প্রশান্তি আবাসিক গেইট সংলগ্ন “পিপাসা টেলিকম” নামক (বিকাশ ও ফ্ল্যাক্সি লোডের) দোকানের প্রোপাইটর মোঃ বেলাল(৩৬) এর দোকানের শার্টার কেটে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে আকবরশাহ থানার মামলা নং-২১/১৫৮, তাং-২৫/০৬/২০২১খ্রিঃ ধারা-৪৫৪/৪৬১/৩৮০ পেনাল কোড রুজু হয়।
পরবর্তীতে সিএমপির আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে থানা এলাকায় অভিযান পরিচালনা ০১টি এলজি, কার্তুজ, কার্টার, রেঞ্জ, ছোরা, চোরাই নগদ ৫০০০/- টাকা ও বিভিন্ন মালামাল সহ মোঃ কামাল হোসেন(৩০), মোঃ আল আমিন প্রকাশ সুমন (১৯), মোঃ আবছার হোসেন (২৪) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।