মিনি কক্সবাজার নাটোরের হালতিবিল

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : নাটোরের হালতিবিল এখন ভ্রমণ পিপাসুদের কাছে মিনি কক্সবাজার হিসেবেই পরিচিতি লাভ করেছে।


বিজ্ঞাপন

নাটোরের নলডাঙ্গা উপজেলার একপ্রান্তে প্রায় ৪০ হাজার একরের বিস্তির্ণ এলাকা জুড়ে এ বিলের অবস্থান।

বর্ষার এই সময়ে যে দিকে চোখ যায় শুধুই অথৈ জলরাশি।

নাটোর শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এ বিলের অবস্থান। হালতিবিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়ে থাকে।

প্রায় ১২ মিটার গভীর এই বিলে, প্রায় সারা বছরই পানি থাকে। বর্ষায় পানির পরিমাণ বেড়ে হয়ে যায় অনেক বেশি।