সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম প্রধান মফিজুর গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : তেজগাঁও থানার মামলা নং-৭৯, তাং- ২৯/৯/২০১৮ইং ধারা- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন/২০০৬ এর ৫৭(২) সহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯(খ)/৯(গ) মামলায় তদন্তপ্রাপ্ত আসামী মোঃ মফিজুর রহমান (৪৫), পিতা- মৃত আঃ জলিল, মাতা- অজুফা বেগম, ঠিকানাঃ সাং- সিংজোর, থানা- নবাবগঞ্জ, জেলা-ঢাকা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে টাকার বিনিময়ে পরীক্ষার হল হতে প্রশ্ন ফাঁস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে পরীক্ষার্থীদের ভর্তি করে। মোঃ মফিজুর রহমান (৪৫) সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম প্রধান সদস্য। ২০০৪ সালে মফিজুর রহমান দুদক এর উপ-পরিদর্শক হিসাবে ঢাকায় যোগদান করে। দুদকে কর্মরত থাকা অবস্থায় ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে গ্রেফতার হয়। সে সময় তার বিরুদ্ধে শাহবাগ (ডিএমপি) ঢাকার মামলা নং -৩৯ তাং-২২/১০/২০১২খ্রিঃ ধারা- পাবলিক পরীক্ষা অপরাধ আইন, ১৯৮০ এর ৪/৯/১২ রুজু হয়। সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তিসহ বিভিন্ন সরকারি ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে চাকুরীপ্রার্থীদের নিয়োগ পাইয়ে দিয়ে তাদের নিকট হতে মোটা অংকের টাকা গ্রহণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি’র সাইবার পুলিশ টিম অভিযান পরিচালনা করে ২৭/০৬/২০২১খ্রিঃ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকার ডিআইডি প্রজেক্টের ১০নং রোডস্থ সিরাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সামনে হতে মোঃ মফিজুর রহমান (৪৫) গ্রেফতার করে। তাকে ২৮/০৬/২০২১খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।


বিজ্ঞাপন