পুলিশ কল্যাণ তহবিলের চেক হস্তান্তর

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে এককালীন চিকিৎসা সাহায্য বাবদ জেলা পুলিশ, নীলফামারীর ২ জন পুলিশ সদস্যকে আইজিপি কর্তৃক প্রেরিত মঞ্জুরীকৃত অর্থের চেক প্রদান করলেন পুলিশ সুপার,নীলফামারী, এ খবর সংশ্লিষ্ট সুত্রের ।


বিজ্ঞাপন

সোমবার ২৮ জুন, নীলফামারী জেলা পুলিশে কর্মরত (০১)এএসআই (নিরস্ত্র) গোপাল চন্দ্র দাস এর প্রথম পুত্র পাপন চন্দ্র দাসের জন্মগত হৃদরোগে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার সাহায্য বাবদ বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে আইজিপি কর্তৃক প্রেরিত এককালীন মঞ্জুরীকৃত ২ লক্ষ টাকার প্রাপ্ত হন।

(০২) কনস্টেবল /৫৩৩ জনাব আবু বক্কর সিদ্দিক এর প্রথম পুত্র আব্রার শাহরিয়া জন্মগত হৃদরোগে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার সাহায্য বাবদ বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে আইজিপি কর্তৃক প্রেরিত এককালীন মঞ্জুরীকৃত ১ লক্ষ টাকার প্রাপ্ত হন।

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে এককালীন চিকিৎসা সাহায্য বাবদ আইজিপি কর্তৃক প্রেরিত মঞ্জুরীকৃত অর্থের চেক প্রদান করেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম ।

এ সময় পুলিশ সুপার উক্ত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের অসুস্থ সন্তানদের পাশে বাংলাদেশ পুলিশ তথা জেলা পুলিশ,নীলফামারী সব সময় তাদের সঙ্গে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।