সবুজ আন্দোলন যশোর জেলা ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠিত

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : “সবুজ ক্যাম্পাস, নিরাপদ পৃথিবী” এই স্লোগানকে ধারণ করে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের অন্যতম সহযোগী সংগঠন সবুজ আন্দোলন ছাত্র পরিষদ সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে কাজ করছে। বাংলাদেশের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সভা সেমিনার আয়োজন ও বৃক্ষরোপনসহ পরিবেশ বিপর্যয় নিয়ে জনমত তৈরিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্র পরিষদের আহ্বায়ক ফকির আল মামুন ও সদস্য সচিব এইচ এম বাকী বিল্লাহ গত ২৮ জুন সন্ধ্যায় ২১ সদস্য বিশিষ্ট সবুজ আন্দোলন যশোর জেলা ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।


বিজ্ঞাপন

নবগঠিত সবুজ আন্দোলন ছাত্র পরিষদ যশোর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে শিক্ষানবীশ আইনজীবী মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব হিসেবে রঘুনাথ নগর কলেজের শিক্ষার্থী মোঃ রাজিব হোসেন সূর্যকে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউল ইসলাম আকাশ, আবু হুরায়রা, মাহবুব ফেরদৌস আসমা, মোছাঃ বৃষ্টি খাতুন, সাদিয়া সুলতানা টুম্পা, মোঃ সাগর হোসেন, রাসেল হোসেন, কার্যকরী সদস্য মোঃ জহুরুল ইসলাম, মুজাহিদ হোসেন, মোহাম্মদ রানা, একরামুল হোসেন, শামীম হোসেন, তামিম হোসেন, মোছাঃ নিলুফা ইয়াসমিন, লামিয়া আক্তার মেঘা, তানজিলা আক্তার, মাসুদ রানা, সোলায়মান হোসেন ও শাকিব হোসেন।

নতুন কমিটির উপদেষ্টা করা হয়েছে মোঃ রবিউল ইসলাম, কালিদাস সরকার ও অজয় বিশ্বাসকে।