এবার ব্ল্যাকমেইলের শিকার প্রযোজক : পরিচালক ও নারী মডেল গ্রেফতার

অপরাধ বিনোদন

বিনোদন প্রতিবেদক : প্রযোজককে ব্ল্যাকমেইল করার অভিযোগে কথিত এক চলচ্চিত্র পরিচালক ও এক নারী মডেলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অপরাধ তদন্ত বিভাগ, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।


বিজ্ঞাপন

রবিবার ২৭ জুন, দুপুরে বাড্ডা এলাকা থেকে পরিচালক পরিচালক সুজন বড়ুয়া (৪৩) ও উঠতি মডেল নাদিয়া প্রিয়াকে (২১) গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম আজকের দেশ কে বলেন, বেশ কিছু দিন আগে চলচ্চিত্র পরিচালক সুজন বড়ুয়া উঠতি মডেল নাদিয়া প্রিয়াকে একজন প্রযোজকের সাথে পরিচয় করিয়ে দেয়।

এই পরিচয়ের পরিপ্রেক্ষিতে প্রযোজক ও মডেলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের সূত্র ধরেই নাদিয়া কোনও এক সময়ে কৌশলে প্রযোজকের গোপন ভিডিও ধারণ করে রাখেন।

তিনি বলেন, ঘটনার মাস খানেক পরে একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা ও একটি ফ্ল্যাট দাবি করে প্রযোজককে ব্ল্যাকমেইল করা হয়।

পরবর্তীতে ওই প্রযোজকের অভিযোগের ভিত্তিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের সিনিয়র এসি ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে একটি দল দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছে থেকে ডিভাইস এ ব্ল্যাকমেইলকৃত আইডি ও ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে।