ফারজানাকে পরিবারের হাতে তুলে দিতে চান ডিএমপি নারী পুলিশ

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : উদ্ধার করা শিশু ফারজানাকে পরিবারের হাতে তুলে দিতে চান ডিএমপি নারী পুলিশ। এজন্য, তারা সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টায় ‘ওমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন’ তাদের নিজস্ব ফেসবুক পেইজে এ বিষয়ে একটি পোস্ট প্রকাশ করে।

ওমেন সাপোর্টেড ইনভেস্টিগেশন ডিভিশন সূত্রে জানা যায়, আনুমানিক আড়াই বছরের ছোট্ট শিশু ফারজানা। একজন রিকশাচালক গোলাপশাহ মাজার গুলিস্তান এলাকায় শিশুটিকে উদ্দেশ্যবিহীন ঘুরাঘুরি অবস্থায় পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিয়ে যায়।

জানা যায়, থানা কর্তৃপক্ষ শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। ছোট্ট শিশু। ঠিকানা বা পরিবার সম্পর্কে কোন কিছু বলা সম্ভব নয় তার পক্ষে। তবু্ও ভিকটিম সাপোর্ট সেন্টার চেস্টা চালিয়ে যাচ্ছে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।

আরও জানা যায়, ইতোমধ্যে আশেপাশের থানা এলাকায় যোগাযোগ করা হয়েছে। যদি শিশু ফারজানার পরিচয় কারো জানা থাকে, তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ভিকটিম সাপোর্ট সেন্টার, তেজগাঁও থানা কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকা। ফোনঃ ০২৪৮১১৮৫৪২, ০১৭৪৫৭৭৪৪৮৭।