পরীমনির মনে হঠাৎ প্রেম!

বিনোদন

বিনোদন প্রতিবেদক : পরীমনির মনে হঠাৎ প্রেম! প্রেম নিয়ে পরি মনি ৮জুলাই, তার ফেসবুক পেইজ এ একটি স্টাটাস আপডেট করেছেন তা তুলে ধরা হলো! প্রেম হলো শরতের কাশ ফুলের নরম সাদার মত।


বিজ্ঞাপন

প্রেম হলো গানের সেই একটা লাইন, যে জন্যে গানটাই প্রিয় এত! প্রেম হলো একটা সিগারেটের গায়ে চারটা আঙ্গুলের উষ্ণ অদল বদল ছোঁয়াছুঁই।


বিজ্ঞাপন

প্রেম হলো ঠিক আমি ,কখনো আমার পুরোটাই আস্ত এক প্রেম, আবার সে কোত্থাও নেই।!! পারি মনির প্রেমের প্রতি হঠাৎ প্রেম এর কারণ টা জানা যায় নাই। দেখা যাক অদুর ভবিষতে পরি মনির মনে প্রেমের প্রতি হঠাৎ প্রেম এর কারণ জানা যায় কি!