তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

সারাদেশ

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এর ব্যক্তিগত তহবিল থেকে করোনাকালীন লকডাউনে কর্মহীন হয়ে পড়াশতাধিক হতদরিদ্র মানুষ ও কামরাবাদ ও বীরবড়বাড়ীয়া আশ্রয়ণ প্রকল্পের আশ্রিতাদের মাঝে আজ সোমবার দুপুরে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে চাল, ডাল, চিড়া, সয়াবিন তৈল, সাবান বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এর পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, সদস্য সামিউল হক খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী শরীফ আহমেদ নীরব প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন