পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : সোমবার ১২ জুলাই, সকাল সাড়ে ১১ টায় যশোর পুরাতন বাস টার্মিনাল নীলগঞ্জে অবস্থিত জেলা পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-২২৭) এর ৮০ জন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ যশোর, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।


বিজ্ঞাপন

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশনায় শ্রমিকদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেন মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।

বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় যশোর জেলাতেও চলছে কঠোর লকডাউন, যার ফলে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আর এজন্য পরিবহন সেক্টরের সাথে জড়িত সকল শ্রমিক অনেকটাই কর্মহীন হয়ে পরেছে।

আমরা জেলা পুলিশ করোনা প্রথম ধাপ থেকেই চেষ্টা করে যাচ্ছি সমাজের সকল পেশাজীবি মানুষের পাশে দাঁড়াতে, আর তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। একই সাথে উপস্থিত সকলকে করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সেলিম রেজা মিঠু, সাধারণ সম্পাদক, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং- খুলনা-২২৭, রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), জেলা গোয়েন্দা শাখা, যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।