রংপুর রেঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে ভার্চুয়াল শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার রংপুর রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম’র সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত রেঞ্জ কনফারেন্সে নীলফামারী জেলা হাতে যোগদান করেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা,সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ।


বিজ্ঞাপন

ভিডিও কনফারেন্সে রংপুর রেঞ্জাধীন ০৮ টি জেলার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়।

রেঞ্জ কনফারেন্সে সম্মানিত ডিআইজি মহোদয় রেঞ্জাধীন জেলাসমূহের অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন ।

কনফারেন্সে জুন/২০২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ০৮ টি জেলার মোট ১৪ জনকে পুরস্কৃত করেন ডিআইজি।

নীলফামারী জেলা হতে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য পুরস্কার প্রাপ্ত অফিসারের নাম যথাক্রমে উল্লেখ করা হলো,

শ্রেষ্ঠ বিট এসআই মোঃ রেজাউল ইসলাম,(কিশোরগঞ্জ থানা, বিট নং-০৫)।

শ্রেষ্ঠ এসআই পরিতোষ বর্মন, (নীলফামারী সদর থানা)।

বিশেষ পুরষ্কার মোঃ ফজলুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), জলঢাকা থানা, নীলফামারী।

(স্বল্প সময়ের মধ্যে সুদের টাকা লেনদেনের জেরে হত্যা মামলার রহস্য উদঘাটন, পূর্বক তদন্তে প্রাপ্ত মূল আসামীকে গ্রেপ্তার করে কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন)

বিশেষ পুরষ্কার এসআই ইন্দ্র মোহন রায়, (সৈয়দপুর থানা,নীলফামারী)।
(সংগোপনে ব্লেড দ্বারা কেটে শপিং ব্যাগে থাকা ৩,৮০,০০০/- টাকা চুরি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত আসামিদের গ্রেপ্তার ও তাদের কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন)।